M – Zio Cal Min Compliments

ক্যালসিয়াম কার্বনেট,সালফার,সোডিয়াম, অ্যালুমিনা,জিংক,ফসফরাস, সিলিকেট, ম্যাগনেসিয়াম ইত্যাদি |

এম জিও ক্যাল মিন এর উপকারিতা:

  • জলাশয়ের জল ঘোলা ও মোটা থাকলে সেটাকে ঠিক করে |
  • জলকে ডিম পোনার জন্মানোর উপযোগী করে তোলে |
  • ডিম পোনার ওজন মাপ প্রতিরোধ করে |
  • যে সমস্ত চাষিরা ডিম পোনা সফলভাবে চাষ করতে চান, তাদের জন্য সবচেয়ে উপকারী|
  • জলকে মাছের বসবাস যোগ্য করে তোলে |
  • জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি করে |

এম জিও ক্যাল মিন এর মাত্রা: 

  • মিঠে জলে তিন থেকে পাঁচ ফুট গভীরতায় শতক প্রতি ২০০ গ্রাম |
  • ৫ থেকে ৭ ফুট গভীরতায় শতক প্রতি ৩০০ গ্রাম |
  • জলের গভীরতা ও মাছের ঘনত্ব অনুযায়ী পরিমাণ বাড়তে বা কমতে পারে |

এম জিও ক্যাল মিন এর ব্যবহার পদ্ধতি:

এক কেজি এই প্রোডাক্ট ১০০ লিটার জলে পুকুরে ছড়িয়ে দিতে হবে |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *